Showing posts with label Silent_Heart. Show all posts
Showing posts with label Silent_Heart. Show all posts

Wednesday, October 3, 2018

এ্যালবাম এর পাতায়


এ্যালবাম এর পাতায়
পুরানো স্মৃতি জ্বলজ্বল করছে....
বর্তমান তার অতন্ত্র প্রহরী....
অতীত অপরিবর্তনশীল..
অতীতের রূপ বয়সের সীমারেখায়য়
বাঁধা যায় না....

অতীত
তুমি কি অনুভব কর
তোমার মাঝেই
বর্তমানের নিরব
প্রতিফলন...?

অতীত
তুমি জীবন্ত সুকঠিন শিকড়
প্রতিটি বর্তমান তোমার বুকেই
নতুন করে অতীত হয়...
তোমাকে অন্তরাল করে
জীবনকে বাঁচিয়ে রাখা
সহজ কথা নয়...

অতীত ছুঁয়ে দেখ
তোমায় কতটা ভালোবাসি...
তোমার তরঙ্গোচ্ছ্বাসেই
বর্তমানের আমি ভাসি....!!

#Silent_Heart

https://www.facebook.com/sssilent.heart/posts/2053498101597881

Monday, October 1, 2018

খুব বুঝিয়েছিলাম সেদিন।

খুব বুঝিয়েছিলাম সেদিন।
নাহ কিছুতেই বুঝতে রাজী ছিলো না। প্রতিজ্ঞা ও করেছিলাম উভয়ে মিলে একসাথে সুখ দুঃখ ভাগাভাগি করে চলবো। নিমিষেই ভেঙ্গে দিয়েছিলো সব প্রতিজ্ঞা। স্বপ্নের সংসারটা ও ভেঙ্গে দিয়ে চলে গেছিলো। অনেক বুঝিয়েছিলাম ফিরে আসার জন্য। উত্তরে বলেছিলো আমি মুক্তি চাই। তোমার থেকে মুক্তি চাই। সেদিন অনেক কাঁদছিলাম। হ্যাঁ ওর জন্য কাঁদছিলাম। ভাবছিলাম হয়তো আমার কান্না সে সহ্য করতে না পেরে চলে আসবে। না, আমার অনুমান ভুল রূপান্তরিত হয়। আসেনি, আমার কথায় ও ফিরে আসেনি। আমার কল্পনা কল্পনাতেই থমকে গেলো। আসবে না জেনেও তার জন্য বহুপথ অতিক্রম করেছিলাম। বহু রাত নির্ঘুম কাটিয়ে দিছিলাম। ল্যাম্পপোস্টের নিচে একা একা দাঁড়িয়ে থাকতাম। আমার ভাবনায় একটাই কাজ করতো। ও আসবে। সত্যি একদিন না একদিন তাকে আমার কাছে আসতেই হবে। তবে সেদিন কেমন হবে তা আমার অজানা ছিলো।
..
..
চলে যাওয়ার সময় বলে গেছিলো তুমি আমার চেয়ে ভালো একটা মেয়ে পাবে। সেদিন থেকেই আমি বুঝে নিছিলাম বর্তমান সবকিছু আপডেটের উপর নির্ভরশীল। সিম কার্ড পরিবর্তনের মাধ্যমে একটা রিলেশন চাপা পরে যায়। মন লেনদেনের কোনো দাম নেই এ জগতে। এখানে তো আপডেট ভার্সন চলে। সহজ সরল টাইপের কারোর দাম নেই। এখানে ভালোবাসা বিক্রি হয়। খুব সস্তা দামে ভালোবাসা পাওয়া যায়। এ বাজারটা ও বড় অদ্ভুদ বাজার। এখানে টাইমপাস ছাড়া কিছুই চলেনা।
আপনি এ বাজারে সঠিক মন খুঁজতে গেলেন, তো মরে গেলেন। সেখানে মনের মধ্যে সম্পর্ক টিকে থাকেনা। শুধু আপডেট ভার্সন চলে।
কি সাংঘাতিক।
..
..
মাঝেমাঝে ভাবি যারা ভালোবাসি ভালোবাসি বলে গলা ফাটিয়ে চিৎকার করে তারা কি আদি যুগের অধিবাসী? তারা কি জানেনা এখানে ভালোবাসার কোনো মূল্য নেই। সম্মানবোধ নেই। শুধু তাই নয় ভালোবাসা মানে কি সেটাও বুঝার ক্ষমতা কেউ রাখেনা। এখানে তো শুধু আপডেট চলে। আগের যুগের চিঠিপত্র এখানে চলেনা। এখানে হাজার হাজার মিনিট নিয়ে খেলা হয়। মজার খেলা।
ইমুতে ভিডিও কল হয়। তাও বাথরুমের মধ্যে।
অথবা নিজের রুমের দরজা লক করে।
যুগ পালটে গেছে। সব নতুন ভার্সন।
এখানে আপডেট চলে। অন্যকিছু চলেনা।
..
..
মাঝেমাঝে কেউ মেসেজ দিয়ে বলে ভাইয়া আমি তাকে খুব ভালোবাসি। কিন্তু সে বুঝতে চায়না।
এরকম কথায় কেন জানি আমি তখন আবাক হই। ভীষণ আবাক হই। মাঝে মাঝে এরকম কথা শুনার পর বড্ড হাসি পায়। মৃদু হাসি না অট্টহাসি দেই। হ্যা আমি হাসি। অট্টহাসি তে ফেটে যাই।
এক তরফা ভালোবাসা তো এ যুগে থাকার কথা না। এ যুগে তো আজ তোমার হাত ধরে তো কাল অন্যের হাত ধরে। বোকার দল। মন দিয়ে ভালোবাসে। হাহাহা।
মন দিয়ে ভালোবাসা বলতে কিছু আছে নাকি।
এখানে তো শপিংয়ের টাকা ফুচকার টাকা কিভাবে বাচানো যায় সেই ধান্দা চলে।
..
..
কিছুদিন আগে একটা মেয়ে সুইসাইড করেছে। সত্যতা যাচাই করে জানতে পারলাম প্রেমিকের সাথে চুপিসারে রাত কাটানোর ফলে পেট ফুলে গেছিলো। গর্ভবতী। অতঃপর কিছুদিন পর প্রেমিক মহা পুরুষ নাকি বিয়ে করতে অস্বীকার করলে মেয়েটি সুইসাইডের পথ বেছে নেয়।
কি আজব কার্যাদি। কেউ একটু ভালোবাসার বিনিময়ে বিয়ের আগেই শরীর বিলিয়ে দেয়।
কেউ আবার চলন্ত বাসে অথবা হোটেলের রুমে টাকার বিনিময়ে শরীর বিলিয়ে দেয়। আমার কাছে এ বিষয়গুলি খাটকা লাগে। উভয়ের মধ্যে ব্যবধান কোথায়? এসব নিয়ে আমি মাঝে মাঝে ভাবি।
..
..
বলেছিলাম না তাকে আমার কাছে আসতেই হবে।
হ্যা আসছিলো। কিছুদিন পরই আসছিলো। আমি পরিস্কার বলে দিছিলাম অন্যের ইউজ করা টি-শার্ট আমি আর নতুন করে পরিধান করতে চাইনা।
তাড়িয়ে দিছিলাম। সাথে একটা চিরকুট হাতে ধরিয়ে দিছিলাম। সেখানে লেখা ছিলো সব শামুকের ভিতর মূতি পাওয়া যেভাবে দুষ্কর ঠিক সেভাবে খারাপের মধ্যে একটা ভালো পাওয়া ও দুষ্কর। আর তুমি সেই ভালোটাকেই জীবিত মেরে ফেলেছো। মেয়েটা চিরকুট পড়ে খুব কাঁদছিলো।
সান্ত্বনা দিয়ে সেদিন বলেছি আমার চেয়ে অনেক ভালো ছেলে তোমার জন্য অপেক্ষায় আছে।
শুধু খুঁজো। পেয়ে যাবে।
যাওয়ার সময় বলেছিলাম আমার মনে এখন আর পুরাতন ভার্সন সাপোর্ট করেনা। আপডেট ভার্সন চায়। নতুন আপডেট।
..
..
মন দিয়ে ভালোবাসার কোনো দাম নেই।
যারা মন দিয়ে ভালোবাসতে জানে তাদের কাছে ভালোবাসা এসে ধরা দেয় না। সব টাইমপাস পাব্লিকদের কাছে যায়। যারা হোটেল থেকে বের হওয়ার পথে শার্টের বোতাম লাগাতে লাগাতে বলে তুমি সহ এটা আট নম্বার।।

#Silent_Heart
https://www.facebook.com/sssilent.heart/posts/1961941424086883

Saturday, September 29, 2018

#অতৃপ্ত_অনুভূতি


#অতৃপ্ত_অনুভূতি
মানুষের ভালো লাগা গুলো খুবই রহস্যময়, কিছু কিছু মানুষ এই রহস্যময় ভালো লাগার মায়ায় জালে স্বয়ংক্রিয়ভাবে আটকে যায়, হাজার চেষ্টা করেও এর বলয় থেকে বেরিয়ে আসতে পারে না। এই রহস্যময় জগতে এখনো আমি বয়সে তরুণ, কয়েকদিন আগেই কৈশোরত্তীর্ণ হলাম। মন থেকে এখন ও সেটার পাদুর্ভাব যায় নি, তাই নিজের ভিতর আবেগ গুলো খুব বেশি পরিমাণে উপচিয়ে পড়তে চায়। মাঝে মাঝে আকাশ কুসুম ভাবি । অসম্ভব কে সম্ভবপর ভেবে একধরনের রহস্যময় অসম্পূর্ণ ভালো লাগা বোধ অনুভব করি, আবার পরক্ষনে খুব খারাপ লাগে কারণ তা অসম্পূর্ণ ও অবাস্তব। এই সব ভাবনা গুলো এত বেশী আবেগ তাড়িত যা আমাকে সব নিয়মনীতির ঊর্ধ্বে নিয়ে যায়। নিজের ভিতর অদ্ভুত এক অদৃশ্য সুখ অনুভব করি। তবে এর ব্যাপ্তি ক্ষণস্থায়ী হয়। যখন এই ঘোর কেটে যায় তখন বোধোদয় হয়, সব কিছুই অর্থহীন, অযৌক্তিক ও অযাচিত । কিন্তু এতসব কিছুর পরেও নিজের ভিতর শূন্যতা গুলো বারবার ডেকে আনে ঐসব অসম্পূর্ণ অনুভূতি গুলো কে, শূন্যতা দূর করতে। নিজের ভিতর প্রচণ্ড পরিমাণে হাহাকার সৃষ্টি হয়। নিজের অজান্তেই নিজেই হয়ত কিছুর সংস্পর্শের অভাববোদ করি। কি রকম একটা অতৃপ্তি বিরাজ করে।

এখন আমার নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবা উচিত। নিজের ক্যারিয়ার, এম্বিশন এগুলোর প্রতি কঠোর মনোনিবেশ করাই আমার মূল কর্তব্য । কিন্তু আমার অনিয়ন্ত্রিত মন দিক্বিদিক ছুটে যায় কোন এক অজানা অনুভূতির খোঁজে, রহস্যয়ের খোঁজে। সেই রহস্যময় অনুভূতি টা এমন যা আগে কখনো অনুভব করি নি-একেবারে অচেনা। নিজেকে সামলানো বেশ কঠিন হয়ে পড়ে। মাঝে মাঝে নিয়ন্ত্রণ হারানোর অবস্থা হয়ে পড়ে। এই অতৃপ্ত অনুভূতি আমার পিছু ছাড়ে না। নিজের ভিতর সব উলট পালট করে দেয়, দম বন্ধ হয়ে আসতে চায়। এক ধরনের চাপা কষ্ট কাজ করে। অদ্ভুত অদৃশ্য এক যন্ত্রণা আমাকে গ্রাস করে। নিজের ভিতর সাইমুম বয়ে যায়। নিজেকে আড়াল করার চেষ্টা চালাই। নিশ্চুপ ভাবে এই ধকল সহ্য করে নিই। কাউকে বলা যায় না সে অতৃপ্ত রহস্যময় অনুভূতির কথা। কাউকে সেটা বলে বুঝানো যায় না। তখন ভেবে নিই পৃথিবীতে হয়ত অনেক কিছুই অমীমাংসিত থেকে যায়। যার মীমাংসা হয়ত কোন দিন হবে না। তাই যদি হয় তা হলে নিজেকে কষ্ট দেওয়ার মানে হয় না। এই সব অমীমাংসিত বিষয়ে নিজেকে জড়িয়ে নিজেই বিলীন হওয়ার উপক্রম।

আমাদের পারিপার্শ্বিক অবস্থা আমাদের করেছে লোভী, স্বার্থপর ও জৈবিক। মাঝে মাঝে নিজেই এই সব দ্বারা প্রভাবিত হতে খুব বেশি ইচ্ছে হয়। শেষ পর্যন্ত নিজেকে মুক্ত রাখার প্রাণ-পণ চেষ্টা চালাই। এখন পর্যন্ত নিজের নিয়ন্ত্রণ রেখেছি। কিন্তু এই ভাবে আর কত দিন অসম্পূর্ণ অনুভূতি গুলো সামলানো যাবে ? নিজেকে যতই বুঝাই কিছু বিষয় অসম্ভব, অবাস্তব কিন্তু অনিয়ন্ত্রিত মন কোন বাঁধাই মানে না। ছুটে চলে সে তার অসম্পূর্ণ অনুভূতি সম্পূর্ণ করার চেষ্টায়। যিনি রহস্য এর সৃষ্টিকারী তিনিই একমাত্র সমাধানকারী। শুধু নিজেকে সংবরণ করার শক্তি চাই তাঁর কাছে, না হলে আমাকেই অনুভূতিশূন্য বানিয়ে দিতে পারে। যে রহস্যময় অতৃপ্ত অনুভূতি আমাকে দিক্বিদিক ছুটচ্ছে তা থেকে চিরতরে মুক্তি চাই। এইসব ভাবনাগুলি যদিও মিছেমিছি কিন্তু বাস্তব জীবনে খুব খারাপ ভাবে প্রভাব ফেলে। তাই স্বাভাবিক ও সম্ভব জগতে প্রাণ খুলে হাসি মুখে পার পেতে চাই সব কিছু। জানিনা আদৌ হবে কি না। এসব অনুভূতি গুলো থেকে যত টুকু বায়বীয় সুখ পাই ঠিক তারচেয়েও শতগুণ বেশী নিজে কষ্ট পাই। এই অতৃপ্ত অনুভূতি গুলো তে সুখ খুঁজে খুঁজে পার করে দিব হয়ত এই জীবনপথ, ভাগ্য সু-প্রসন্ন হলে পরপারে সম্পূর্ণতা পেলেও পেতে পারি। হয়ত সারাটা জীবন সফল ভাবে পার করার পরেও একধরনের অতৃপ্তি নিয়ে পৃথিবী থেকে চলে যেতে হবে।

#Silent_Heart