Monday, October 1, 2018

খুব বুঝিয়েছিলাম সেদিন।

খুব বুঝিয়েছিলাম সেদিন।
নাহ কিছুতেই বুঝতে রাজী ছিলো না। প্রতিজ্ঞা ও করেছিলাম উভয়ে মিলে একসাথে সুখ দুঃখ ভাগাভাগি করে চলবো। নিমিষেই ভেঙ্গে দিয়েছিলো সব প্রতিজ্ঞা। স্বপ্নের সংসারটা ও ভেঙ্গে দিয়ে চলে গেছিলো। অনেক বুঝিয়েছিলাম ফিরে আসার জন্য। উত্তরে বলেছিলো আমি মুক্তি চাই। তোমার থেকে মুক্তি চাই। সেদিন অনেক কাঁদছিলাম। হ্যাঁ ওর জন্য কাঁদছিলাম। ভাবছিলাম হয়তো আমার কান্না সে সহ্য করতে না পেরে চলে আসবে। না, আমার অনুমান ভুল রূপান্তরিত হয়। আসেনি, আমার কথায় ও ফিরে আসেনি। আমার কল্পনা কল্পনাতেই থমকে গেলো। আসবে না জেনেও তার জন্য বহুপথ অতিক্রম করেছিলাম। বহু রাত নির্ঘুম কাটিয়ে দিছিলাম। ল্যাম্পপোস্টের নিচে একা একা দাঁড়িয়ে থাকতাম। আমার ভাবনায় একটাই কাজ করতো। ও আসবে। সত্যি একদিন না একদিন তাকে আমার কাছে আসতেই হবে। তবে সেদিন কেমন হবে তা আমার অজানা ছিলো।
..
..
চলে যাওয়ার সময় বলে গেছিলো তুমি আমার চেয়ে ভালো একটা মেয়ে পাবে। সেদিন থেকেই আমি বুঝে নিছিলাম বর্তমান সবকিছু আপডেটের উপর নির্ভরশীল। সিম কার্ড পরিবর্তনের মাধ্যমে একটা রিলেশন চাপা পরে যায়। মন লেনদেনের কোনো দাম নেই এ জগতে। এখানে তো আপডেট ভার্সন চলে। সহজ সরল টাইপের কারোর দাম নেই। এখানে ভালোবাসা বিক্রি হয়। খুব সস্তা দামে ভালোবাসা পাওয়া যায়। এ বাজারটা ও বড় অদ্ভুদ বাজার। এখানে টাইমপাস ছাড়া কিছুই চলেনা।
আপনি এ বাজারে সঠিক মন খুঁজতে গেলেন, তো মরে গেলেন। সেখানে মনের মধ্যে সম্পর্ক টিকে থাকেনা। শুধু আপডেট ভার্সন চলে।
কি সাংঘাতিক।
..
..
মাঝেমাঝে ভাবি যারা ভালোবাসি ভালোবাসি বলে গলা ফাটিয়ে চিৎকার করে তারা কি আদি যুগের অধিবাসী? তারা কি জানেনা এখানে ভালোবাসার কোনো মূল্য নেই। সম্মানবোধ নেই। শুধু তাই নয় ভালোবাসা মানে কি সেটাও বুঝার ক্ষমতা কেউ রাখেনা। এখানে তো শুধু আপডেট চলে। আগের যুগের চিঠিপত্র এখানে চলেনা। এখানে হাজার হাজার মিনিট নিয়ে খেলা হয়। মজার খেলা।
ইমুতে ভিডিও কল হয়। তাও বাথরুমের মধ্যে।
অথবা নিজের রুমের দরজা লক করে।
যুগ পালটে গেছে। সব নতুন ভার্সন।
এখানে আপডেট চলে। অন্যকিছু চলেনা।
..
..
মাঝেমাঝে কেউ মেসেজ দিয়ে বলে ভাইয়া আমি তাকে খুব ভালোবাসি। কিন্তু সে বুঝতে চায়না।
এরকম কথায় কেন জানি আমি তখন আবাক হই। ভীষণ আবাক হই। মাঝে মাঝে এরকম কথা শুনার পর বড্ড হাসি পায়। মৃদু হাসি না অট্টহাসি দেই। হ্যা আমি হাসি। অট্টহাসি তে ফেটে যাই।
এক তরফা ভালোবাসা তো এ যুগে থাকার কথা না। এ যুগে তো আজ তোমার হাত ধরে তো কাল অন্যের হাত ধরে। বোকার দল। মন দিয়ে ভালোবাসে। হাহাহা।
মন দিয়ে ভালোবাসা বলতে কিছু আছে নাকি।
এখানে তো শপিংয়ের টাকা ফুচকার টাকা কিভাবে বাচানো যায় সেই ধান্দা চলে।
..
..
কিছুদিন আগে একটা মেয়ে সুইসাইড করেছে। সত্যতা যাচাই করে জানতে পারলাম প্রেমিকের সাথে চুপিসারে রাত কাটানোর ফলে পেট ফুলে গেছিলো। গর্ভবতী। অতঃপর কিছুদিন পর প্রেমিক মহা পুরুষ নাকি বিয়ে করতে অস্বীকার করলে মেয়েটি সুইসাইডের পথ বেছে নেয়।
কি আজব কার্যাদি। কেউ একটু ভালোবাসার বিনিময়ে বিয়ের আগেই শরীর বিলিয়ে দেয়।
কেউ আবার চলন্ত বাসে অথবা হোটেলের রুমে টাকার বিনিময়ে শরীর বিলিয়ে দেয়। আমার কাছে এ বিষয়গুলি খাটকা লাগে। উভয়ের মধ্যে ব্যবধান কোথায়? এসব নিয়ে আমি মাঝে মাঝে ভাবি।
..
..
বলেছিলাম না তাকে আমার কাছে আসতেই হবে।
হ্যা আসছিলো। কিছুদিন পরই আসছিলো। আমি পরিস্কার বলে দিছিলাম অন্যের ইউজ করা টি-শার্ট আমি আর নতুন করে পরিধান করতে চাইনা।
তাড়িয়ে দিছিলাম। সাথে একটা চিরকুট হাতে ধরিয়ে দিছিলাম। সেখানে লেখা ছিলো সব শামুকের ভিতর মূতি পাওয়া যেভাবে দুষ্কর ঠিক সেভাবে খারাপের মধ্যে একটা ভালো পাওয়া ও দুষ্কর। আর তুমি সেই ভালোটাকেই জীবিত মেরে ফেলেছো। মেয়েটা চিরকুট পড়ে খুব কাঁদছিলো।
সান্ত্বনা দিয়ে সেদিন বলেছি আমার চেয়ে অনেক ভালো ছেলে তোমার জন্য অপেক্ষায় আছে।
শুধু খুঁজো। পেয়ে যাবে।
যাওয়ার সময় বলেছিলাম আমার মনে এখন আর পুরাতন ভার্সন সাপোর্ট করেনা। আপডেট ভার্সন চায়। নতুন আপডেট।
..
..
মন দিয়ে ভালোবাসার কোনো দাম নেই।
যারা মন দিয়ে ভালোবাসতে জানে তাদের কাছে ভালোবাসা এসে ধরা দেয় না। সব টাইমপাস পাব্লিকদের কাছে যায়। যারা হোটেল থেকে বের হওয়ার পথে শার্টের বোতাম লাগাতে লাগাতে বলে তুমি সহ এটা আট নম্বার।।

#Silent_Heart
https://www.facebook.com/sssilent.heart/posts/1961941424086883

10 comments:

  1. mrs argo ছিলো কেউ একজন!!

    ReplyDelete
  2. Extreme Sipon cheka khaichen 😢😢😢

    ReplyDelete
  3. mrs argo হা হা হা আরে না দূর, কি যে বলেন চেকা খামু ক্যান।
    জাস্ট একটা ভুল মানুষের মায়ায় পড়ছিলাম একবার।
    তারপর আবার সব মায়া ত্যাগ করে নিজকে শুধরে নিছি ।
    আর মনে মনে নিজেকে বুঝ দিছি এইরকম ভুল ভান্তি মানুষের জীবনে কতই না হয়ে থাকে।

    ReplyDelete
  4. mrs argo আসলে এটা এখনকার লিখা না , এটা আজ থেকে প্রায় ১ বছরের বেশি সময় আগে ফেসবুক ওয়ালে লিখছিলাম একদিন।
    তারপর কাল রাতে দেখি নতুন লাইক পড়াতে এটা হঠাত নিউজ ফিডে আবার ভেসে উঠছে।
    তাই আজকে কপি কইরা জি+ আপ দিছি , শত হইলেও পুরোনো স্মৃতি বলে কথা চাইলেই আর একেবারে ভুলা যায়না!!

    ReplyDelete
  5. Extreme Sipon oooo valo ami to bhablam cheka khaichen

    ReplyDelete
  6. mrs argo হা হা হা সবকিছুতে চেকা/ছ্যাকা খুঁজেন কেন বইন?

    ReplyDelete
  7. mrs argo facebook.com - Security Check Required
    দয়াকরে এই লিংকে ক্লিক করে ঘুরে আসুন।
    দুনিয়ার অর্ধেক চ্যাকা খোর ইইই ওইখানে পাওয়া যাবে।
    তাদের স্টোরি গুলা শুনুন আর ইক্টু ইক্টু শান্তনা দিয়ে আসুন প্লিজ।

    ReplyDelete